চুয়াডাঙ্গা ফোরাম
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

এসো বিজয়ের গান গাই...


You are not connected. Please login or register

চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থান সমূহ- ২

3 posters

Go down  Message [Page 1 of 1]

শ্রাবণ

শ্রাবণ

নাটুদহ
সংক্ষিপ্ত বিবর ণ : নাটুদহের পাল বংশের জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী কর্তৃক নির্মিত অনেক নিদর্শন নতিপোতা ইউনিয়নের নাটুদহ গ্রামে পরিদৃষ্ট হয়। এখানকার হাজার দুয়ারী ভবনটি দৃষ্টিনন্দন। বর্তমানে ভবনটি নাটুদহ হাইস্কুলে রূপান্তরিত হয়েছে।
যেভাবে যেতে হবে: চুয়ডাঙ্গা শহরথেকে দামুড়হুদা উপজেলা। দামুড়হুদা উপজেলা শহর থেকে বাসযোগে নাটুদহ আটকবর যেতে হবে।
সর্তকতা : আবাসন সুবিধা নেই। বিধায় দিনের আলোয় নিজস্থানে ফিরে আসতে হবে।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
সংক্ষিপ্ত বিবরণ : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন দর্শনা কলেজ প্রঙ্গণে তৎকালীন অধ্যক্ষ ও দুই জন প্রভাষক-কে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। বর্তমান দর্শনা সরকারী কলেজের অভ্যন্তরের সেই প্রাঙ্গনটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে।
যেভাবে যেতে হবে: চুয়াডাঙ্গা শহর থেকে বাস অথবা ট্রেন যোগে দর্শনায় যেতে হবে। দর্শনা শহরেই অবস্থিত দর্শনা সরকারি কলেজ।
চারুলিয়া
সংক্ষিপ্ত বিবর ণ : নতিপোতা ইউনিয়নের অন্তর্গত চারুলিয়া গ্রাম ইতিহাস প্রসিদ্ধ। গ্রামটির পূর্ব নাম ছিল চাহার আউলিয়া। এখানে হযরত খানজাহান আলীর সফরসঙ্গী হজরত মেহমান শা’র মাজার রয়েছে।
যেভাবে যেতে হবে: চুয়ডাঙ্গা শহরথেকে দামুড়হুদা উপজেলা। দামুড়হুদা উপজেলা শহর থেকে বাসযোগে চারুলিয়া গ্রামে যেতে হবে।
সর্তকতা : আবাসন সুবিধা নেই। বিধায় দিনের আলোয় নিজস্থানে ফিরে আসতে হবে।
কার্পাসডাঙ্গা
সংক্ষিপ্ত বিবর ণ : ১৯১০ সালে প্রকাশিত গ্যারেট সাহেবের নদীয়া গেজেটিয়ারে স্থানটিকে নবাবী আমলের শীকার ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে। হিলম সাহেবেরকুঠিবাড়ী হিসাবে পরিচিত ছিল স্থানটি। খ্রিষ্ট ধর্মীয় গীর্জা ও মিশনসমূহ এ স্থানটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মিশন চত্বর অত্যন্ত আকর্ষণীয়।
যেভাবে যেতে হবে: চুয়ডাঙ্গা শহরথেকে দামুড়হুদা উপজেলা। দামুড়হুদা উপজেলা শহর থেকে বাসযোগে কার্পাসডাঙ্গা যেতে হবে।
সর্তকতা : আবাসন সুবিধা নেই। বিধায় দিনের আলোয় নিজস্থানে ফিরে আসতে হবে।
তালসারি
সংক্ষিপ্ত বিবর ণ : কার্পাসডাঙ্গা ইউনিয়নে সরকারী সায়রাতভূক্ত শিবনগর ফলকরটির প্রবেশপথ ‘তারসারি’ নামে পরিচিত যার প্রাকৃতিক সৌন্দর্য হৃদয়স্পর্শী। ফলকরটিতে বর্তমানে পাঁচ শ’র অধিক আম গাছ রয়েছে।
যেভাবে যেতে হবে: চুয়ডাঙ্গা শহরথেকে দামুড়হুদা উপজেলা। দামুড়হুদা উপজেলা শহর থেকে বাসযোগে কার্পাসডাঙ্গা হয়ে শিবনগর গেলে তালসারি দেখা যাবে।
সর্তকতা : আবাসন সুবিধা নেই। বিধায় দিনের আলোয় নিজস্থানে ফিরে আসতে হবে।
দত্তনগর কৃষি খামার
সংক্ষিপ্ত বিবর ণ : চুয়া ডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ব্যাপী বিস্তৃত এবং এশিয়ার বৃহত্তম কৃষি খামার হিসেবে এটি পরিচিত
যেভাবে যেতে হবে: চুয়াডাঙ্গা শহর থেকে বাস যোগে জীবননগর উপজেলা যেতে হবে। উপজেলা শহর থেকে রিকসা বা ভ্যান যোগে দত্তনগর গেলে কৃষি খামার দেখা যাবে।
সর্তকতা : আবাসন সুবিধা নেই। বিধায় দিনের আলোয় নিজস্থানে ফিরে আসতে হবে।

মেঘের দেশে

মেঘের দেশে

ধন্যবাদ শিয়ার করার জন্য

Admin


Admin

ধন্যবাদ তথ্যের জন্য

https://chuadanga.catsboard.com

Sponsored content



Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum