চুয়াডাঙ্গা ফোরাম
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

এসো বিজয়ের গান গাই...


You are not connected. Please login or register

কিছু ভালো লাগা গানের লিরিকস। পর্ব ৩

Go down  Message [Page 1 of 1]

জোয়ার ভাটা

জোয়ার ভাটা

যাও পাখি বলো তারে (মনপুরা)
যাও পাখি বলো তারে (মনপুরা)
কণ্ঠ: কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা
মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা ।।
যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে ।।

যদি হিমালয় হয়ে দুঃখ আসে
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে, সে কিছু নয়
শত আঘাতেও, নিঃস্ব যে আজ
তার আবার , হারানোর ভয়
কি ভুলে আমি এত, সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি, অতীতের কথা
জানতেও পারবেনা, কেউ তা
জানতেও পারবেনা, কেউ তা ।
প্রশ্ন করোনা, কেন হৃদয়
দুঃখেরও হিমালয়
প্রশ্ন করোনা, ভিসুভিয়াস
এ বুকে কেন জ্বলে রয়
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত, ……………… কেউ তা ।
দল বেধে সব, দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির, শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা।
কি ভুলে আমি এত, ………… কেউ তা ।
যদি হিমালয় হয়ে, …………. হারানোর ভয় ।
কি ভুলে আমি এত, ………….. কেউ তা ।

তুমি আমার ঘুম
তুমি আমার ঘুম
শিল্পীঃ টি. ডব্লিউ সৈনিক
= = = = = = = = = = = = = == = = = = = = = = = = = = == = = = = = = = = = = = = == = = = = = = =
তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না....... ।।
আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁব না
মরুর আকাশে মেঘ হবো শুধু.. ছায়া হবো না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না....... ।।
ভালোবাসা জলের মতন.. দু' হাত যেনভরে না
প্রিয় মুখ তারার মতন..
দু' চোখে গোনা যায় না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না....... ।।
তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না....... ।।

আমি যে কে তোমার
আমি যে কে তোমার
শিল্পীঃ কিশোর কুমার
============
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারি তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে
পারো যদি খুঁজে নাওআমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
কেন আজ সরে আছো দূরে
কাছে এসে হাত দুটো ধরো
শপথের মন কাড়া সুরে
আমার তোমারি তুমি করো
ও… তোমারই স্বপ্ন দুচোখেই আমি আঁকবো
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনদিনও
পারবেনা কভু কেড়ে নিতে
ও…সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে
এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি
(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
ভরবেনা মন কোনো কিছু দিয়ে
হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমারসকল আশা
(না না না না না না…)
ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হেই হেই হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

চলো ভিজি আজ বৃষ্টিতে(আমার আছে জল)
চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছেজল)
শিল্পীঃ হাবিব
= = = = = = = = = = = = = == = = = = = = = = = = = = == = = = = = = = = = = = = =
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলারগান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।
কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।।
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলারগান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ।।

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum