চুয়াডাঙ্গা ফোরাম
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

এসো বিজয়ের গান গাই...


You are not connected. Please login or register

কিছু ভালো লাগা গানের লিরিকস। পর্ব ৪

Go down  Message [Page 1 of 1]

জোয়ার ভাটা

জোয়ার ভাটা

নীলাঞ্জনা
নীলাঞ্জনা
নীলাঞ্জনা
ঐ নীল নীল চোখে চেয়ে দেখ না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়
কতগুলো ফাগুন গিয়েছে ফিরে
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে
আজ সব ব্যাথা ভুলে যাবো
চেয়ে দেখো না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা
বহুদিন পরে এসেছে মধু মাস
তোমার যত সুখ সেতো আমার সন্ন্যাস
মেঘের ডানায় রূপের সোনালী ছায়া
প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা
সেই সুখ চোখের নীড়ে আমায়
সুখি করো না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা

একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
ব্যান্ড - যাত্রী
আর্টিস্টঃ তপু, আনিলা
একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী
বলো যাবে কি
বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড় বন্যা
একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী
বলো যাবে কি
নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারন প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজও এক বন্ধুত্ব
আমার ছোট তরী
বলো যাবে কি
চাঁদের আলো আজ যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবেনা
যত ভালোবাসো তারে
দুরে রয়ে যাবে তা কি তুমি
জানো না
একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী
বলো যাবে কি

মন শুধু মন ছুঁয়েছে
মন শুধু মন ছুঁয়েছে
ব্যান্ড - সোলস
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসাযেথায় রয়েছে গাঁথা
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
যখনি তোমার চোখে
আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কিছু জানিনি
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

দেখা হবে বন্ধু কারণেআর অকারণে
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
আর্টিস্টঃপার্থ বড়ুয়া, সোলস
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়অস্থির অপাগরতায়
দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়
দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে

বায়স্কোপ
বায়স্কোপ
ব্যান্ড : দলছুট (সঞ্জীব ও বাপ্পা)
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।
অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারেনা।
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারায় না।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা ।

তুমি বরুনা হলে হবো আমি সুনীল
তুমি বরুনা হলে হবো আমি সুনীল
আর্টিস্টঃ মাহদি
অ্যালবামঃ বন্দনা
তুমি বরুনা হলে হবো আমি সুনীল
তুমি আকাশ হলে হবো শংখচীল
তুমি নদী হলে হবো আমি জল
তুমি শ্রাবণ হলে হবো শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে আমি সবুজ
তুমি শাসন করলে হবো আমি অবুঝ
তুমি অরণ্য হও হবো পাখি
তুমি অশ্রজল হলে হয়ে যাবো আঁখি।।
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হেম।।
নারে না না না।।।
তুমি রাত্রি হলে হবো নিরবতা
তুমি দুঃখ পেলে হবো তারই ব্যাথা
তুমি প্রকৃতি হলে হবো তারই ছবি
তুমি কবিতা হলে হবো তার কবি
তুমি জীবন হলে হয়ে যাবো আমি প্রেম
তুমি নকশি কাঁথা হলে হবো কারু হে।।
নারে না না না।।।

চলো না ঘুরে আসি অজানাতে
চলো না ঘুরে আসি অজানাতে
শিল্পী- হ্যাপী আখন্দ
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে ।।
আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে ।।
আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে

কে বাঁশী বাজায় রে
কে বাঁশী বাজায় রে
শিল্পী- হ্যাপী আখন্দ (রিমিক্র্র্র- আনিলা)
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরন
কিছুই জানি না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন
দেখেও দেখে না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না

আমি তোমাকেই বলে দেব
আমি তোমাকেই বলে দেব
শিল্পী-সঞ্জীব চৌধুরী
আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়-
ছুয়ে কান্নার রঙছুয়ে জোছনার ছায়া
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া
তবে এই হোক, তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য, হ্রদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ
তুমি জোছনার ছায়া

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum