চুয়াডাঙ্গা ফোরাম
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

এসো বিজয়ের গান গাই...


You are not connected. Please login or register

ভালো লাগা কিছু গানের লিরিকস। পর্ব ৫

Go down  Message [Page 1 of 1]

জোয়ার ভাটা

জোয়ার ভাটা

বৃষ্টি তোমাকে দিলাম
বৃষ্টি তোমাকে দিলাম
আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি - তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমারকাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতেতাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম

আকাশ এত মেঘলা
আকাশ এত মেঘলা
আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিনসময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো নাকো আর
আঁধারো ছায়াতে
চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে
তোমারি কাছে
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
পূর্ন হৃদয় ভুলবে সেদিন
সময় শূন্যতার
আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার

সরলতার প্রতিমা
সরলতার প্রতিমা
শিল্পীঃ খালিদ
ব্যান্ডঃ চাইম
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা,
আমি তোমাকে গড়ি, ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে চলনায়।
এ হৃদয় ভেঙ্গে গেলে জানকি তা
লাগেনা লাগেনা জোড়া।
আমার পথে, তোমার ছায়া
পড়লে আড়াল করে।।
থমকে সে যাবে জীবন গতি
সেকি তোমার অজানা।
শ্রাবন ও বেলায় তোমারি কথা
ভেবে বিষন্ন এই মন
আশার পথে দিয়েছি পাড়ি,
যেথা তোমার বিচরন।
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে চলনায়।
এ হৃদয় ভেঙ্গে গেলে জানকি তা
লাগেনা লাগেনা জোড়া।

কোন কারণেই
কোন কারণেই
শিল্পীঃ খালিদ
ব্যান্ডঃ চাইম
কোন কারণেই, কোন কারণেই ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলে কিছুতে,
কোন বাঁধনেই, কোন বাঁধনেই বাঁধাতো গেলোনা তাকে
বাঁধাতো গেলোনা কিছুতে,
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষে।
কি কারণ যায়নি সে বলে
কি ভূল আমি, করেছি ভূলে
অজস্র বার আমি ক্ষ্মা চেয়েছি নিজে জ্বলে।
কি কারণ যায়নি সে বলে।
নিজ সীমাধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা,
বিষন্নতার, বন্ধু যখন চেতনাতে
নিজ সীমাধারে পথ চলা।
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষে।

বাংলাদেশ -- জেমস
বাংলাদেশ
শিল্পীঃ জেম্‌স
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলেভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথারমাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর,ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশীভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্‌ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশীভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলেভেজায় কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার, অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশীভালোবাসি।

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
আর্টিস্টঃ সামিনা চৌধুরী
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে।।
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা যেন যাই
আঁধারের রিদন শুনে।।

তুমি রোজ বিকেলে আমারবাগানে
তুমি রোজ বিকেলে আমার বাগানে
আর্টিস্টঃ কুমার বিশ্বজিত
তুমি রোজ বিকেলে আমার বাগানে
ফুল নিতে আসতে
জানিনা তুমি ফুল না আমাকেই
বেশি ভালবাসতে
প্রতিদিন তুমি দেখতে আমায়
গোলাপের আড়ালে লুকিয়ে
যখনই চোখে চোখ পড়তো
লজ্জায় যেতে শুধু পালিয়ে।
কি ছিল তোমার মনে
কি ছিল তোমার মনে
পারিনি তা আজো জানতে
স্বপনের মত গেলে কোথায়
অজানাই হারিয়ে কে জানে
নিরবেই চির দিনটাই তো
স্বপ্নের বাঁশী বাজে এ প্রাণে
পারিনি আমি আজো
পারিনি আমি আজো
সেই স্মৃতির ইতি টানতে

আমি নির্বাসনে যাব না
আমি নির্বাসনে যাব না
আর্টিস্টঃ কুমার বিশ্বজিত
আমি নির্বাসনে যাব না
মাথা ভরা জটা চুলে
মুনিঋষি হব না
আমি তুমি ছাড়া বাঁচতে পারি
তুমি ছাড়া হাসতে পারি
পারি আমি পালটে দিতে
তোমার মিছে ধারনাপাগল হয়ে পাগল গারদ
ধরে কভু কাঁদবো না
দাড়িগোফে মুখটা ঢেকে
দেবুবাবু সাজবো না
আমি ভালোবাসার মূল্য জানি
ভালোবেসে মরতে জানি
মন থেকে মুছতে জানি
তোমার মত ললনা
গভীর রাতে স্বপ্ন দেখে
দুঃখ পেয়ে কাঁদবো না
কবি হয়ে কাব্য লিখে
তোমার নিয়ে থাকবো না
আমি মনের ঠিকই চিনি
বুকের মাঝে টানতে জানি
আস্তাকুড়ে ফেলতে পারি
তোমার দেয়া ছলনা

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum